Influential বা প্রভাবশালী


প্রভাবশালী বলতে আমরা তাঁকেই বুঝি যার সমাজে বা নির্দিষ্ট কোন জায়গায় প্রভাব রয়েছে। আমাদের সমাজে বা আমরা যে অবস্থানে রয়েছি প্রতিটি ক্ষেত্রেই কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি থাকেন। যাঁদের কাজকর্ম তাঁর আশেপাশে মানুষের প্রভাবিত করে।

প্রভাবশালী ব্যাক্তিরা সাধারণ দুইধরনের হয়ে থাকে।  

এক প্রকারের প্রভাবশালী যারা তাঁদের জ্ঞানের আলো দিয়ে মানুষকে প্রভাবিত করে। তাঁরা জ্ঞান বিতরণ করে, মানুষকে স্বপ্ন দেখায়, মানুষের সাহাস যোগায়, সহযোগিতা করে বিভিন্নভাবে, অনুপ্রানিত করে, বাঁচতে শেখায় আর তাই তাঁরা এক সময় আশেপাশে সকলে পছন্দের একজন মানুষ হয়ে উঠে। তাঁর কথায় মানুষ ভরসা পায়, আস্থা পায়। তাঁর কথা মানুষ মনে রাখে যুগ যুগ ধরে। একসময় মানুষের আইডল হয়ে উঠেন।

এবং এদের হাত ধরেই সমাজ, সভ্যতা, কোন জাতি পূর্ণতা পায়। আর এসব মহান প্রভাবশালীদের জন্যই পৃথিবী এখনো টিকে আছে এবং এতো সুন্দর।

এবং বিপরীতে এক প্রকার প্রভাবশালী রয়েছে যারা নিজেদের শক্তিমত্তা দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে, মানুষকে বাধ্য করে কোন কিছু করতে এবং তাঁরাও প্রভাবশালী! তবে তাঁদের প্রভাব তাঁদের উপস্থিতি আছে যতক্ষণ! এদের মানুষ মন থেকে ঘৃণাভরে দেখে তবে পাছে যদি কোন ক্ষতি হয় সেই ভয়েই তাদের মান্য করে। তবে এদের পতন সুনিশ্চিত এবং ভয়াবহতার সাথে।

প্রভাবশালী হতে কাজ করে যেতে হয়। কাজের মাধ্যমে সুনাম অর্জন এবং একসময় প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়। কেউ খারাপ কাজের মাধ্যমে আবার কেউ ভাল কাজের মাধ্যমেই প্রভাবশালী হয়। কাজ ব্যতীত নয়!

No comments:

Post a Comment