Collaborative বা সহযোগিতা


আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সময় নানা ধরণের প্রজেক্ট, অনুষ্ঠান বা কোন একটি বড় কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন পড়ে। এটা শুধুমাত্র কর্মক্ষেত্রেই নয় বরং আমাদের পারিবারিক, শিক্ষাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সহযোগিতার প্রয়োজন পড়ে। কারণ আমদের একার পক্ষে অনেক কাজই কঠিন হয়ে পড়ে।


আর কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।।



আমরা যদি কোন সেচ্ছাসেবী সংগঠনের কথা কল্পনা করি এবং সেই সংগঠন থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট হতে পারে অনলাইনে কিংবা অফলাইনে তবে এই ইভেন্টের সাথে জড়িত ভলেন্টিয়ার বা সকলের সহযোগিতার মাধ্যমেই কেবল ইভেন্টটির সাফল্য আসবে, সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব।

এক রাজার ইচ্ছে হয়েছে সে দুধ দিয়ে গোসল করবে আর এজন্য রাজ্যে ঘোষণা দেওয়া। সবাইকে বলা হল যে তাঁদের বাড়িতে থাকা দুধ যাতে বিক্রি না করে এবং রাজার মনোবাসনা পূর্ণ করার জন্য নির্দিষ্ট জায়গায় দুধ রাখতে।

এক প্রজা মনে মনে ভাবল, রাজার ওখানে তো সকলে দুধ নিয়ে আসবেই আর আমার একার এই দুধটুকু না নিলেই বা কি হবে! তাই সে পানি নিয়ে গেল।

কাঙ্ক্ষিত সময়ে দেখা গেল ঐ প্রজার মত সকলে পানি দিয়ে পুকুর ভরেছে। সকলে একই ভাবে ভেবেছে যে সকলে দুধ নিয়ে আসবে তাই আমি পানি নিয়ে যাই।

শেষ মুহুর্তে রাজার আর দুধ দিয়ে গোসল করা হল না!

ঠিক গল্পের মতই, আমদের ছোট্ট কোন প্রতিযোগিতা বা ইভেন্ট বা অন্য কোন প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের প্রচেষ্টাই কেবল সাফল্য এনে দিতে পারে। তবে কয়েকজনের মধ্যে দু'একজন একটু কম চেষ্টা করবে এটাই স্বাভাবিক তবে সবাই যদি এরকম করে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

সহযোগিতা পূর্ণ মনোভাব শুধুমাত্র ব্যাক্তি জীবনে মানুষের ভালবাসাই এনে দিবে না বরং কর্মক্ষেত্রেও সাফল্য পেতে সাহায্য করে।


No comments:

Post a Comment