মাহ্দী শিশির ফাইন্ডার |
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুন। দেশের জাতীয় ইতিহাস তরুন সমাজের গৌরবদীপ্ত ভূমিকায় ভাস্বর। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভুত্থান, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনাত্তোরকালে দেশ গঠন ও জাতীয় ইতিহাসের সকল ক্রান্তিকালেই রয়েছে তরুনদের দৃপ্ত পদচারণা। তরুনসমাজ সবসময়ই যে কোন দেশের সর্বাপেক্ষা বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী, সৃজনশীল ও উৎপাদনক্ষম চালিকাশক্তি। জাতির আশা-ভবিষৎ প্রতিফলন তরুনদের মাধ্যমেই দেখানো সম্ভব। পৃথিবীর মোট জনসংখ্যার পাঁচ ভাগের একভাগ হল এই বয়সী মানুষ। ২০২৫ সালের মধ্যে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে তরুন বয়সী মানুষের সংখ্যা হবে ৮৯.৫%। পৃথিবীর মোট তরুনদের জনসংখ্যার ৪৫% এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাস করে, যার পরিমাণ প্রায় ৭০ লক্ষ (৭০০ মিলিয়িন)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তরুন বয়সী। এই অঞ্চলে পৃথিবীর ২৬% যুব বাস করে। দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট জনসংখ্যার ১৮% এবং পূর্ব এশিয়ার মোট জনসংখ্যার ১৭% তরুন।
বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রম পরিচালনা, বৃক্ষ রোপন, নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারে উৎসাহিতকরন ইত্যাদি কাজে তরুন সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। যুব সমাজের এই ভূমিকার কারনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রমসহ বিশ্বব্যাপী চলমান বিভিন্ন কর্মসূচিতে যুব সমাজ বিশেষ স্থান দকল করতে সক্ষম হয়েছে।
অনেক দেশে পরিবর্তনকামী প্রগতিশীল তরুন সমাজকে বিপথে চালনা করা হয় এবং ‘চেঞ্জমেকার’-র পরিবর্তে তাদেরকে ‘ট্রাবলমেকার’-এ পরিনত করা হয়। তাই, তরুন সমাজ ভালো ও নতুন কিছু করতে চাইলে অনেক সময় ‘ট্রাবলমেকিং’ করার চেষ্টা করা হচ্ছে বলে সমাজপতিরা অপপ্রচার করে বা সমাজে সেসব চেঞ্জমেকারকে হেয় প্রতিপন্ন করে।
তরুন সমাজের কর্মস্পৃহাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে তাদেরকে সম্পৃক্ত করা যেতে পারে। তার জন্য এনজিওর মতো কাজ করার প্রয়োজন নেই। তাদের এই স্বেচ্ছাসেবা সমাজের ইতিবাচক পরিবর্তন ও স্থায়িত্বশীল উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত সুনামি ও ২০১১ সালের জাপানের সুনামি ও ভূমিকম্পের পর ত্রাণ সংগ্রহ ও বিতরণ এবং পুননির্মাণে তরুন সমাজ স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ ভূমিকা রেখেছিল। সেসাথে বর্তমান করোনা ভাইরাস বাংলাদেশের সহ বিশ্বের অনেক দেশে তরুন সমাজে সামনে থেকে কাজ করাই সহজভাবে প্রতিরোধ সম্ভব হয়েছে।
তেমনি সে তরুনদের নিয়ে আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে স্বপ্ন যাত্রা একাডেমি পথচলা। দেশের উন্নয়ন তরুন সমাজের সম্মলিত প্রচেষ্টায় অংশ হতে স্বপ্ন যাত্রা একাডেমী পথচলা।
No comments:
Post a Comment