About SJA


 স্বপ্ন যাত্রা একাডেমি


শিখবো মোরা সবে যেন,দৃঢ়ভাবে গড়তে স্বনির্ভরতার আগামী,

জানতে ও জানাতে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সহায়ক স্বপ্ন যাত্রা একাডেমী

 

"স্বপ্ন যাত্রা একাডেমি" একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন। সংগঠনের মূল প্রতিপাদ্য হচ্ছে :- "শিখো এবং শেখাও"। একটি লক্ষ্য যেমন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হয়ে


প্রেরণা জোগায়, ঠিক তেমনি স্বপ্ন যাত্রা একাডেমি ও লক্ষ্য বাস্তবায়নের কৌশলগুলোকে বাস্তবে রূপদানের চেষ্টায় সর্বদা স্বপ্নবাজদের অনুপ্রেরণা দিয়ে স্বনির্ভর হতে শেখায়। কিছু লক্ষ্য থাকে যেখানে সুনির্দিষ্ট মতামত, সমর্থন, ও অনুপ্রেরণার অভাবে লক্ষ্য থেকে ছিটকে যায় অধিকাংশ মেধাবী তরুণসমাজ। পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিয়েই স্বপ্ন যাত্রা একাডেমি স্বপ্ন দেখায় আগামীর তরুণসমাজকে তাদের উদ্দেশ্য পূরণ করে সামনে এগিয়ে যেতে। জানা ও অজানাকে জানানোর মাধ্যমেই শিখো ও শেখাও স্লোগানকে সামনে রেখেই পথচলা শুরু হাজারো স্বপ্নের পথে হাঁটা তরুণসমাজের এক বিশ্বস্ত প্লাটফর্ম স্বপ্ন যাত্রা একাডেমি। 


স্বপ্ন যাত্রা একাডেমির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো:-

পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের বিভিন্ন বিষয়ে শিক্ষা ও শিখানোর মাধ্যমে স্বনির্ভর করে আগামীর উপযোগী করে গড়ে তোলা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগ্রতকরণ ও সমন্বয় সাধন করে দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়ক করে গড়ে তোলা।

No comments:

Post a Comment