আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সময় ২৪ ঘন্টা বরাদ্দ এবং এই সময়ের মধ্যেই আমাদের প্রাত্যেহিক জীবনের কাজ-কর্ম শেষ করতে হয়। যদি এই সময়েই আমরা কাঙ্ক্ষিত কাজ শেষ করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য এক মিনিটও বেশি দেওয়া হবে না ঐ কাজটি সমাপ্ত করার জন্য। সেটা আমরা পরিক্ষার সময় প্রত্যক্ষ করেছি।
যা হোক, আমাদের হাতে থাকা ২৪ঘন্টা সময়ই বিনিময় যোগ্য। আমরা যদি কোন কাজ করি, বা কোন স্কুলে যাই তাহলে আমরা সেটা বেতন, পারিশ্রমিক বা শিক্ষার সাথে বিনিময়ের অংশ হিমেবে দেখি।
ব্যাক্তিগত সময় ব্যবস্থাপনা বলতে আমরা ২৪ ঘন্টার মধ্যে যে সময়টুকু ফ্রি টাইম বা যে সময়টুকু আমরা কোথাও ব্যবহার করিনি। সেটা হতে পারে ছুটির দিনের সময় বা ক্লাস, লেখাপড়া, প্রাত্যেহিক জুরুরি কাজ ব্যাতীত সময়।
আমদের ২৪ ঘন্টা সময়ই কিন্তু জুরুরি কাজে ব্যবহার করি না! এই ফ্রি সময়টুকু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কেউ গান শুনে, কেউ বা বই পড়ে, মুভি, সিরিজ, রান্না কিংবা আমাদের শখের কোন কাজ করে। আর এই সময়টুকু যে যত পরিকল্পনা মাফিক ব্যবহার করবে তার জীবন হবে তত সুন্দর।
No comments:
Post a Comment