Building a POSITIVE attitude


বর্তমান এই সময়ে এসে আমরা প্রায় সময় ইতিবাচক মনোভাব গড়ে তোলার কথা শুনে থাকি, সেটা মানসিক স্বাস্থ্য বা মন ভাল রাখা হোক কিংবা ছাত্রজীবন বা কর্মক্ষেত্রে সাফল্য লাভের ক্ষেত্রেই হোক। আসাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক মনোভাবের গুরুত্ব রয়েছে।  

একজন লোক মেলায়, হাটেবাজারে ঘুরে ঘুরে নানা রংয়ের বেলুন যেমন লাল, নীল, হলুদ ইত্যাদি রংয়ের বেলুন বিক্রি করে জীবিাা নির্বাহ করে। অনেক সময় আশানুরূপ বিক্রি হয় না আর বিক্রি বৃদ্ধির কৌশল হিসেবে তিনি হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দেয়। যখন বেলুনটি আস্তে আস্তে আকাশে উড়তে থাকে তখন বাচ্চারা সেটা উৎসাহী হয়ে বেলুনওলাকে ঘিরে ভিড় জমাতে শুরু করে আর বেচা বিক্রি বেড় যায়।

সারাদিন এরকম কিছু কৌশল অবলম্বন করে বেলুনওয়ালা বেলুন বিক্রি করতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত আসে। একদিন পিছন থেকে তাঁর জামায় টান পড়ায় সে পিছনে ফিরে তাকায় এবং একটি বাচ্চাকে দেখতে পায়।

সেই বাচ্চা ছেলেটি কৌতুহলবশত বেলুনওয়ালাকে জিজ্ঞেস করে, " কালো রংয়ের বেলুনও কি আকাশে উড়বে?"

বালকটির অত্যাধিক আগ্রহ দেখে বেলুনওয়ালা তাকে আশ্বত্ব করে বলল, "ভাই, রংয়ের জন্য তো বেলুন আকাশে উগে না! ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়"।

মানুষের জীবনেও এ কথাটি সত্য। আমাদের ভিতরে যা আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের লুকায়িত যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে সেটা হলো আমাদের মানসিকতা।

আমরা প্রায়শই একটি কথা শুনে থাকি, "দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে"।

আমরা যদি ইতিবাচক মনোভাব পোষণ করতে পারি তাহলে আমাদের জীবনেও পরিবর্তন স্বাভাবিক। ঠিক যেমন যে কোন রংয়ের বেলুনে গ্যাস দিয়ে ভর্তি করে আকাশে উড়িয়ে দিলে সেই গ্যাসের জন্য বেলুন আকাশে উড়ে।

গ্যাস যেমন বেলুনকে ফুলিয়ে আকাশে উড়তে সাহায্য করে, ঠিক তেমনি ইতিবাচক মনোভাব-ও আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে সহায়তা করে।

No comments:

Post a Comment